চারটি ছোটগল্পের অ্যান্থলজি ফিল্ম 'রায়': নেটফ্লিক্সে আসছেন সত্যজিৎ রায়!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যান্থলজি ফিল্ম 'রায়'। পরিচালনায় আছেন সৃজিত মুখার্জী, বিশাল ভরদ্বাজসহ চারজন দুঁদে পরিচালক! মনোজ বাজপেয়ী ও গজরাজ রাওয়ের এর মতো অভিনেতারা মাতাবেন পর্দা...
এই বছর নেটফ্লিক্সে ভারতের ৪১টি দুর্দান্ত কন্টেন্টের তালিকায় রয়েছে বিশ্বনন্দিত সিনেমা-ব্যাক্তিত্ব সত্যজিৎ রায়ের ৪টি গল্প অবলম্বনে নির্মিত অ্যানথোলজি ফিল্ম “রায়”। গত ৩রা মার্চ “রায়”-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মনোজ বাজপেয়ি ও গজরাজ রাওর এর মতো দুঁদে তারকারা মাতাবেন নেটফ্লিক্সের পর্দা, ভিন্ন মাধ্যমে সহজ ভাবে সত্যজিৎ রায়কে খুঁজে পাবেন দর্শকেরা।
মার্চের তিন তারিখে গজরাজ রাও তার টুইটারে “রায়” এর একটি স্থিরচিত্র প্রকাশ করেন। তিনি লিখেন,” সত্যজিৎ রায়ের ৪টি গল্প অবলম্বনে নির্মিত অ্যানথোলজি ফিল্ম “রায়”-এর অংশ হতে পেরে আমি দারুণ খুশি। সত্যজিৎ রায়ের সৃষ্টির মতোই এই অ্যানথোলজি ফিল্ম বহুমুখী- তীব্র আবেগ আর টানটান গল্পের এক অদ্ভুত মিশেল- শেষ পর্যন্ত আটকে রাখবে আপনাকে পর্দার ভেতর”- এমনটাই জানান তিনি।
ফিল্মগুলো পরিচালনা করছেন সৃজিত মুখার্জী, অভিষেক চৌবে, ভাসান বালা এবং বিশাল ভরদ্বাজ! এই ফিল্মে অভিনয় করেছেন মনোজ বাজপায়ি, গজরাজ রাও, আলী ফজল, শ্বেতা বসু প্রসাদ, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, আকাঙ্খা রঞ্জন কাপুর, বিদিতা বাগ, চন্দন রায় সান্যাল, রঘুবীর যাদব প্রমুখ।

এই বছরে আটঘাট বেধে নেটফ্লিক্স-ইন্ডিয়া মাঠে নেমেছে। থ্রিলার, কমেডি, ড্রামা- সবগুলো ঘরানায় একের পর এক তারকায় ঠাসা আকর্ষনীয় গল্পের কন্টেন্ট দিয়ে তারা সাজিয়েছে এই বছর। ২০২১ সালে মোট ১৩টি ফিচার ফিল্ম, ১৫টি সিরিজ, ৬টি কমেডি স্পেশাল, ৪টি ডকুমেন্টরি আর ৩টি রিয়েলিটি সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্স ইন্ডিয়ায়। প্রতিটি কন্টেন্টই তুমুল সাড়া ফেলার যোগ্যতা রাখে। “বম্বে বেগমস”, “আজিব দাস্তান”, “দিল্লি ক্রাইম”, “জামতারা-সাবকা নাম্বার আয়েগা”, “কোটা ফ্যাক্টরি”, “মিসম্যাচড”, “শি” “মাসাবা-মাসাবা”, “ধামাকা”। এসবের ভীড়ে সত্যজিৎ রায়ের গল্প থেকে নির্মিত “রায়” নিসঃন্দেহে হবে সিনেমাপ্রেমিদের জন্য এক রোমান্টিক উপহার!