রেজওয়ানা চৌধুরী বন্যা: আর্ন্তজাতিকভাবে সমাদৃত বিমুগ্ধকর এক গুণী শিল্পী!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

রবি ঠাকুরের গানের বাইরেও তিনি সোলস ব্যান্ডের বিখ্যাত গান 'এই মুখরিত জীবনের চলার পথে' গেয়ে সবাইকে চমকে দেন, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে রেঁনেসার সঙ্গেও গেয়েছেন তাদের বিখ্যাত গান 'ভালোলাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে'। কলকাতায় ঋতুপর্ণ ঘোষের 'সব চরিত্র কাল্পনিক' এ গানের পাশাপাশি কিছুক্ষনের জন্য পর্দায়ও দেখা গিয়েছিল উনাকে। আজ এ গুণী শিল্পীর জন্মদিন।
আনন্দলোকে মঙ্গলালোকে, আগুণের পরশমণি, সকাতরে ঐ কাঁদিছে সকলে থেকে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে কিংবা কতবারো ভেবেছিনু... রবি ঠাকুরের এই অনবদ্য মন ছুঁয়ে যাওয়া গানগুলোকে তিনি আপন করে শ্রোতাদের বিমুগ্ধ করেছেন। বাংলাদেশে রবীন্দ্র সংগীতে যারা নিজেদের কন্ঠে দ্যূতি ছড়িয়েছেন, তাদের মধ্যে তিনিই সবচেয়ে জনপ্রিয়। রবি ঠাকুরের গান গেয়ে আর্ন্তজাতিকভাবে সমাদৃত। মাননীয় প্রধানমন্ত্রী উনার কন্ঠের বিশেষ ভক্ত, শত ব্যস্ততার মাঝেও টেলিভিশনের এক সরাসরি অনুষ্ঠানে ফোনালাপে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। রবীন্দ্র সংগীত ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার, তিনি কিংবদন্তি কন্ঠশিল্পী 'রেজওয়ানা চৌধুরী বন্যা'।
অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মন পড়ে থাকে রবীন্দ্র সংগীতের দিকে। অবশেষে বাবাকে বুঝিয়ে পাড়ি দিলেন শান্তি নিকেতনে। বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে উনাকেই সবচেয়ে জনপ্রিয় হিসেবে ধরা হয়। শিক্ষাগ্রহণ সম্পন্ন হবার পর থেকেই তিনি তার সংগীতের প্রদর্শন, নির্ভুল উচ্চারণ এবং সবচেয়ে কঠিন ও অপ্রচলিত গানগুলোও গাইবার আগ্রহের কারণে বিশ্বভারতী ধারার একজন গুরু হিসাবে বিবেচিত হয়ে আসছেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সঙ্গীত শিক্ষার আসর 'সুরের ধারা', যেটি আজ সুপ্রতিষ্ঠিত। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অধ্যাপনা করেন। রবীন্দ্র সংগীতের বেশ সংখ্যক এলব্যাম বেরিয়েছিল উনার। ভারতেও রয়েছে উনার বেশ ভক্তকূল, বিশেষ সম্মান পান। ভারতে রবি ঠাকুরের সার্ধশত বার্ষিকীতে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। দুই যুগের ও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সংগীত পিপাসুদের শ্রোতাদের মধ্যে প্রিয় হয়ে আছেন, এখনো তিনি চিরসবুজ।
১৯৯৫ সালে আলোচিত সেই 'জলসা' অনুষ্ঠানে সোলস ব্যান্ডের সেই বিখ্যাত গান 'এই মুখরিত জীবনের চলার পথে' গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে রেঁনেসার সঙ্গেও গেয়েছেন তাদের বিখ্যাত গান 'ভালোলাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে'। রবি ঠাকুরের গানের বাইরেও তিনি দ্যূতি ছড়াতে পারেন তার আরেকবার প্রমাণ মিলে গহীনে শব্দ সিনেমায় 'তুমি আমার গহীনে এসো'র মত চমৎকার গানে নিজেকে মানিয়ে নেওয়া, মুগ্ধ হওয়ার মত গানটি গেয়েছিলেন। চলচ্চিত্রে এটাই একমাত্র মৌলিক প্লেব্যাক। এছাড়া সুভা, শাস্তি সিনেমাতে রবীন্দ্র সংগীত গেয়েছেন। কলকাতায় ঋতুপর্ণ ঘোষের 'সব চরিত্র কাল্পনিক' এ গানের পাশাপাশি কিছুক্ষনের জন্য পর্দায়ও দেখা গিয়েছিল উনাকে।
কন্ঠশিল্পী হিসেবে তিনি দেশের প্রথমসারির একজন, পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। কলকাতা থেকে পেয়েছেন বঙ্গভূষন পুরস্কার। এছাড়া পেয়েছেন দেশ-বিদেশ থেকে সম্মাননা। নিজের সাজসজ্জাতেও রয়েছে সব সময় আভিজাত্যের ছাপ।
১৯৫৭ সালের আজকের এইদিনে তিনি জন্মগ্রহণ করেন, আজ তাঁর ৬৪ বছর পূর্ণ হল। শুভকামনা রইলো। শুভ জন্মদিন, রেজওয়ানা চৌধুরী বন্যা।