বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বড় পরিসরে ছবি। স্বাভাবিকভাবেই সেখানে ঠাই হবে জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের। তার চরিত্রে অভিনয় করার কথা ছিল রওনক হাসানের। কিন্তু আজ এক ফেসবুক স্ট্যাটাসে রওনক জানিয়ে দিলেন, বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করছেন না তিনি।

রওনক হাসান আজ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,

প্রতিদিনই কেউ না কেউ বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল ও আমার ছবি যোগ করে আমাকে ট্যাগ করছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে , আমি বায়োপিক " বঙ্গবন্ধু " তে শেখ কামাল চরিত্রে অভিনয় করছিনা । একাধিক অডিশন, অতঃপর নির্বাচিত হবার ঘোষণা, পোষাকের মাপ দেয়া, শিল্পী সম্মানী নির্ধারণ করা, শুটিং শিডিওল নির্ধারণ করার পর চুক্তি স্বাক্ষরের দিন আমি যখন মাঝপথে রাস্তায় তখন কতৃপক্ষ আমার চেয়ে বেটার অপশন খুঁজে পেয়েছেন । সুতরাং আমি এখন আর বায়োপিকের সাথে কোনো প্রকার যুক্ত নই। তাই বায়োপিক সম্পর্কিত যেকোনো লেখা বা পোস্টে আমার নাম বা ছবি ট্যাগ করা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমি বায়োপিক এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু 🇧🇩

রওনক শেখ কামাল
রওনকের ফেসবুক স্ট্যাটাস

অথচ রওনক শেখ কামাল চরিত্রে অভিনয় করবেন, সেটি একপ্রকার নির্ধারিতই ছিল। সঙ্গীতপ্রেমী, দক্ষ সংগঠক, ক্রিকেটার, দারুণ বোলার, মুক্তিযোদ্ধা, জেনারেল ওসমানীর এডিসি- এতগুলো পরিচয়ে থাকা শেখ কামালকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজের ওজন কমানোর কথা ভেবেছিলেন রওনক। আলাদা করে বিশেষ প্রস্তুতি নেয়ার কথা বলেছিলেন। বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকেই ক্যারিয়ারের অন্যতম দারুণ প্রাপ্তি, এমনটাই বলেছিলেন তিনি। চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 

প্রথম যখন স্ক্রিন টেস্টের জন্য ডাকা হলো, তখন আমি শ্যাম বেনেগালকে পেয়েছিলাম। এটা আমার সৌভাগ্য। আমার মুখভর্তি দাঁড়ি দেখে তিনি আমাকে দেখে বললেন, ‘তুমি কি এই মুহূর্তে দাড়ি কাটতে পারবে?’ আমি বললাম, অবশ্যই। এরপর দাড়ি কাটার পর উনি খুব সুক্ষ্ণভাবে আমার লুক দেখলেন। প্রাথমিক ভাবে চূড়ান্ত হওয়ার পর পরবর্তী সাক্ষাতে আমার কস্টিউম-এর মাপ নেয়া হয়। 

শেষ পর্যন্ত রওনকের এভাবে বাদ পড়াটা তাই হতাশার বৈকি!


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা