অনেক দর্শক এখনও তাকে সিসিমপুরের সুমনা হিসেবেই চেনে! বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু করা রুনা খান তার দীর্ঘ যাত্রাপথে প্রতিভার স্বাক্ষর রেখেছেন নাটকে, সিনেমায়, অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও...

'মাথার উপরে,অভ্যাস টা যায় নি এখনো!

রবি ঠাকুরের 'হঠাৎ দেখা'র মতো রেলস্টেশনে দুই প্রাক্তনীর দেখা, পর্দার আড়ালে বেজে উঠলো সেই গান- 'আজ আবার, সেই পথে দেখা হয়ে গেল'! 

অমিতাভ রেজার নির্দেশনায় ২০০৮ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। বিশেষ করে এই বিজ্ঞাপনের নারী মডেল সবাইকে বিমুগ্ধ করেছিল। সেইদিনের সেই নারী মডেল আজকের পর্যায়ে এসে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। চলচ্চিত্র থেকে টিভি নাটক- দুই মাধ্যমেই দ্যূতি ছড়াচ্ছেন, তিনি এই সময়ের স্বনামখ্যাত অভিনেত্রী 'রুনা খান'।

'সিসিমপুর' আমাদের কিশোরবেলার অতি প্রিয় অনুষ্ঠান। ইকড়ি, হালুম, টুকটুকি, শিকু- এই চরিত্রগুলো আমাদের কাছে হয়ে উঠেছিল ভীষণ পছন্দের। এর মাঝেও আরেকটি চরিত্র আমাদের মাঝে সুপরিচিত হয়ে উঠেছিল, তিনি তরুনী 'সুমনা'। দর্শকদের অনেকের কাছে এখনো তিনি সুমনা নামেই পরিচিত, এরপর তো গ্রামীণফোনের বিজ্ঞাপন করে আরও জনপ্রিয় হলেন।

রুনা খান

মঞ্চ, থিয়েটারে অভিজ্ঞতা অর্জনের পর এলেন টেলিভিশনের পর্দায়। বিজ্ঞাপনের মুগ্ধতা ছাড়ানোর পর নাট্যঙ্গনেও নিজের জায়গা করে নিলেন, উল্লেখযোগ্য নাটকের মধ্যে লাল অপরাজিতা, দেয়াল আলমারী, প্রতিহরন, বাহাদুর ডাক্তার, জলছবি, ঘোর অন্যতম।

নাট্যজগতে পদচারণার পর চলচ্চিত্রের পর্দায় অভিষেক হলেন ২০১৭ সালে।একই বছরেই মুক্তি পেলো তিনটি সিনেমা- সাজেদুল আউয়ালের অনুদানের ছবি 'ছিটকিনি' তে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অন্য দুইটির সিনেমা হল তৌকীর আহমেদের 'হালদা' ও বদরুল আনাম সৌদের অনুদানের ছবি 'গহীন বালুচর'। সিনেমা দুইটি তারকাবহুল হলেও নিজের অভিনয় গুনে সবার নজর কেড়েছেন তিনি, বিশেষ করে 'হালদা' সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শক থেকে সমালোচক সবাইকে মুগ্ধ করেছেন, নিজের যোগ্যতা বলেই পেয়েছেন জাতীয় পুরস্কার। 

এর আগে 'ছিটকিনি' সিনেমা দিয়ে অর্জন করর নিয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কারও। 'সাপলুডু' সিনেমায় স্বল্প উপস্থিতিতেই আলো কেড়ে নিয়েছেন, আরো মুক্তি পেয়েছে তার অভিনীত 'কালো মেঘের ভেলা'। এছাড়া টিভি নাটকে তো ব্যস্ততা রয়েছেই, হালের আলোচিত ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ক্রাইসিস' এর সবার প্রিয় বড় ভাবী তিনি, এছাড়া 'বোধ' নাটকেও পেয়েছেন প্রশংসা।

টিভি ও চলচ্চিত্রের এই আলোচিত অভিনেত্রীর আজ জন্মদিন,রইলো শুভকামনা। ভবিষ্যতেও নিজেকে আরো বর্ণিল করে তুলবেন,এই প্রত্যাশা রাখি। শুভ জন্মদিন, রুনা খান। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা