বলিউডে বইছে বায়োপিকের সুবাস, এবারে আসছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক। রূপালী পর্দায় সানিয়া মির্জা হিসাবে দেখা যাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে থাপ্পাড় সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব জেতা তাপসী পান্নুকে...

বলিউডে বইছে বায়োপিকের সুবাস, এবারে আসছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক। রূপালী পর্দায় সানিয়া মির্জা হিসাবে দেখা যাবে একের পর এক বিচিত্র চরিত্রে প্রাণদানকারী, সম্প্রতি ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে থাপ্পাড় সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব জেতা তাপসী পান্নুকে। 

টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক নির্মাণ করবেন রনি স্ক্রুওয়ালা। এদিকে তাপসী পান্নু বর্তমানে ব্যস্ত আছেন অনুরাগ কশ্যপের দোবারা ফিল্ম নিয়ে। এছাড়াও তার হাতে আছে স্পোর্টস বায়োপিক সাবাশ মিঠু-র কাজ। এরই মধ্যে তাকে প্রস্তাব করা হয়েছে সানিয়া মির্জার বায়োপকে অভিনয় করার জন্য, আর চিত্রনাট্য পড়ে তিনি বেজায় খুশি। 

সানিয়া মির্জা ও তাপসী পান্নু

টেনিসা তারকা সানিয়া মির্জার বায়োপিকের জন্য যাবতীয় স্বত্ব কেনার আনুষ্ঠানিক কাজ সেরে ফেলেছেন নির্মাতা রনি স্ক্রুওয়ালা। প্রথমে ‘সাইনা’ বায়োপিকে অভিনয় করা পরিণীতি চোপড়ার নাম শোনা গেলেও, সদ্য বায়োপিক শেষ করা এই তারকাকে বাদ দিয়ে উঠে আসে হালের জনপ্রিয় ও মেধাবী তারকা পরিণীতি চোপড়ার নাম। 

তাপসী পান্নুর হাতে এই মুহূর্তে  ‘রশ্মি রকেট’, ‘শাবাশ মিঠু’ ছাড়াও আরও একাধিক ছবি রয়েছে। অন্যদিকে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে তাপসী পান্নুর থাকা না থাকা নিয়ে মজাদার আলাপ চালু আছে যেখানে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউড কিং শাহরুখ খানকে! 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা