সিনেমার নাম বায়োপিক: সিয়াম-পরীকে নিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সঞ্জয় সমাদ্দারের
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

নাটক ও ওয়েব কন্টেন্ট দিয়ে দর্শকদের মন জয় করা সঞ্জয় সমাদ্দার কি নিজের প্রথম সিনেমা দিয়ে দর্শকদের মন জয়ের কাজটা করতে পারবেন ঠিকঠাক? রুগ্ন চলচ্চিত্রশিল্পকে খানিকটা সমৃদ্ধ করার কাজে মেধাবী এই নির্মাতা কি অবদান রাখতে পারবেন?
যে শহরে টাকা ওড়ে, আপনার ছেলে কী করে, পলিটিক্স, শিফট, কনক চাঁপা- ইত্যাদি নাটক বানিয়ে ইতিমধ্যেই দর্শকের ভরসা অর্জন করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। কিছুদিন আগে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পেয়েছিল অপূর্ব ও তাসনিয়া ফারিন অভিনীত ওয়েব ফিল্ম ট্রল, বিগ বাজেট ও বিশাল আয়োজনের ট্রল জয় করেছিল দর্শক হৃদয়, প্রশংসিত হয়েছিলেন সঞ্জয় সমাদ্দারও। এবার তিনি নিয়ে আসছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার নাম 'বায়োপিক'। সিনেমাটিতে জুটি বাঁধবেন বর্তমান সময়ের আলোচিত দুই নায়ক-নায়িকা সিয়াম ও পরীমনি। সিনেমাটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
রায়হান রাফীর পোড়ামন-২ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল সিয়ামের, এর আগেই অবশ্য নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরপর একে একে অভিনয় করেছেন দহন, ফাগুন হাওয়ায়, বিশ্বসুন্দরী সহ বেশ কয়েকটি সিনেমায়। কিছুদিন পরই মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা অপারেশন সুন্দরবন, সেখানে র্যাবের কমান্ডো হিসেবে অভিনয় করেছেন তিনি। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প অবলম্বনে নির্মিত রায়হান রাফীর 'দামাল' সিনেমাতেও আছেন তিনি। এবার সঞ্জয় সমাদ্দারের বায়োপিক সিনেমাতেও তিনি নাম লেখালেন।
অন্যদিকে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল সিনেমায় পাশের বাড়ির মেয়ের ইমেজে ধরা দিয়ে নিজের দারুণ অভিনয়প্রতিভার কথা জানান দিয়েছিলেন পরীমনি। আবেদনময়ী গ্ল্যামারাস ইমেজে যাকে দেখে অভ্যস্ত ছিল দর্শক, তিনিই কিনা নায়িকার খোলস ভেঙে হাজির হয়েছিলেন অভিনেত্রী হয়ে। এমাসেই মুক্তি পাবে তৌকীর আহমেদ পরিচালিত স্ফুলিঙ্গ সিনেমাটি। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন পরীমনি, দিবা নামের চরিত্রটিকে পরী কতটা আপন।করে নিতে পেরেছেন, সেটি জানার জন্য সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভালো প্রোজেক্টের জন্য তিনি যে অপেক্ষা করতে চান না- সেটারই যেন প্রমাণ মিললো সঞ্জয় সমাদ্দারের সিনেমায় তার অন্তর্ভুক্তিতে।

সিয়াম এবং পরিমনি দুজনই জুটি বেঁধে অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর 'বিশ্বসুন্দরী' সিনেমায়। এছাড়া ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস রাতুলের দিন রাতুলের রাত অবলম্বনে নির্মিত সরকারী অনুদানের সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনেও দেখা যাবে এই জুটিকে। ঢাকাই সিনেমা যখন জুটিখরায় ভুগছে, তখন সিয়াম-পরীমনি কি পারবেন নিজেদের সফল জুটি হিসেবে প্রতিষ্ঠিত করতে? এই প্রশ্নের উত্তর সময়ের হাতেই তোলা রইলো।
এছাড়া, নাটক এবং ওয়েব কন্টেন্ট দিয়ে দর্শকদের মন জয় করা সঞ্জয় সমাদ্দার কি নিজের প্রথম সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয়ের কাজটা করতে পারবেন ঠিকঠাক? রুগ্ন চলচ্চিত্রশিল্পকে খানিকটা সমৃদ্ধ করার কাজে মেধাবী এই নির্মাতা কি অবদান রাখতে পারবেন? সেটাও সময় বলে দেবে। আপাতত সিনেগল্পের পক্ষ থেকে সঞ্জয় সমাদ্দার, সিয়াম, এবং পরীমনি- সবাইকে বায়োপিক সিনেমার জন্য শুভকামনা!