স্ক্যাম ১৯৯২: আইএমডিবি'র 'টপ ২৫০' এ ঢুকেছে ভারতের যে টিভি সিরিজ!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

আইএমডিবি'র এ বছরের লিস্টে 'স্ক্যাম ১৯৯২' দশের মধ্যে রেটিং পেয়েছে নয় দশমিক পাঁচ। এই রেটিং নিয়েই এটি ঢুকে পড়েছে আইএমডিবি'র 'টপ ২৫০ টিভি শো অ্যান্ড ওয়েব সিরিজ' এর তালিকায়। তালিকার নবম স্থানে থাকা এই টিভি সিরিজটি ব্রেকিং ব্যাড, চেরনোবিল, ব্যান্ড অব ব্রাদারস এর মতন মহীরুহদের সাথেই টক্কর দিচ্ছে...
কিছু কিছু নির্মাণ এমন হয়, যারা যাত্রা শুরু করে খুব চুপিসারে। পরে আচমকা যখন তারা আত্মপ্রকাশ করে মানুষের মাঝখানে, সেই আবির্ভাব এতটাই চমকপ্রদ হয়, মানুষজন স্থানু হতেও ভুলে যায়। এ প্রসঙ্গে খুব ভালো একটা উদাহরণ, হানশাল মেহতা'র 'স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি' টিভি সিরিজ। সনি লিভের কন্টেন্ট দুর্দান্ত হয় বরাবরই, কিন্তু তাদের প্রচারণা পদ্ধতির মধ্যে পেশাদারিত্বের অভাব বরাবরই প্রকট হয়ে দেখা দিয়েছে। স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইম তাদের যেকোনো নির্মাণের প্রচারণার পেছনে যে পরিমান কাঠখড় পোড়ায়, তার সিকিভাগও যদি সনি লিভ অনুসরণ করতো, তাহলে দর্শকেরা বর্তে যেতো৷ কিন্তু, তা হয়নি। ঠিক সে কারণেই 'স্ক্যাম ১৯৯২' এর মতন এক বিস্ফোরক টিভি সিরিজের সন্ধান বহুদিন ধরে ছিলো মানুষের অগোচরে, আলোচনার বাইরে।
তবু কথায় তো আছেই- প্রতিভা চেপে রাখা যায় না। সেটাই লক্ষ্য করি এখানে; স্টক মার্কেটের 'দ্য বিগ বুল' হারশাদ শান্তিলাল মেহতার জীবন অবলম্বনে নির্মিত 'স্ক্যাম ১৯৯২' এর ক্ষেত্রে। মানুষজন যখন আস্তে আস্তে জানতে পারছে হানশাল মেহতার এই কীর্তি, দাবানলের মতন আগ্রাসী গতিতে ছড়িয়ে পড়ে তা সবখানে। প্রতীক গান্ধির দারুণ অভিনয়, ইনটেনসিভ স্ক্রিনপ্লে, সাসপেন্সে ভরা গল্প...এই তিন মশলায় যে ব্যঞ্জন হানশাল মেহতা রাঁধলেন, তার সুঘ্রাণে বেশ অনেকদিনই মৌতাত হয়ে থাকে দর্শকমহল।

সেটারই প্রতিক্রিয়া হিসেবে 'আইএমডিবি' বা ইন্টারনেট মুভি ডাটাবেজ এর টপ টেন ইন্ডিয়ান টিভি সিরিজ এর লিস্টে চলে এসেছিলো স্ক্যাম-১৯৯২। গত বছরেই। তবে জয়রথ থামছেই না। কথায় আছে- ঈশ্বর যাকে দেন, দু'হাত উপুড় করে দেন। সেটাই আরেকবার প্রমাণিত হতে দেখি, এই টিভি সিরিজের ক্ষেত্রে৷ আইএমডিবি'র এ বছরের লিস্টে 'স্ক্যাম ১৯৯২' দশের মধ্যে রেটিং পেয়েছে নয় দশমিক পাঁচ। এই রেটিং নিয়েই সে ঢুকে পড়েছে আইএমডিবি'র 'টপ ২৫০ টিভি শো অ্যান্ড ওয়েব সিরিজ' এর তালিকায়। এই মুহুর্তে টিভি সিরিজটি আছে তালিকার আঠারো নাম্বারে; ব্রেকিং ব্যাড, চেরনোবিল, ব্যান্ড অব ব্রাদারস এর মতন মহীরুহদের সাথে। তবে এই তালিকা ধ্রুব নয়, যেকোনো সময়ে পরিবর্তিত হতেই পারে৷ তবে সে যাই হোক, 'টপ ২৫০' থেকে যে পতন হচ্ছে না এই টিভি সিরিজের, তা একরকম নিশ্চিতই বলা চলে।

ভারতে 'টিভি সিরিজ যুগ' শুরু হয়েছে এই তো সেদিন। এরইমধ্যে গোটা বিশ্বেই তাদের নির্মিত সিরিজগুলো আলাদা নাম কুড়োচ্ছে। স্যাক্রেড গেমস, ফ্যামিলি ম্যান, পাতাল লোক কিংবা স্ক্যাম ১৯৯২... ক্রমশই বিশ্ববাজারে বেশ বড়সড় পরাশক্তিতে রূপান্তরিত হচ্ছে তারা। এরইমধ্যে 'স্ক্যাম ১৯৯২' এর এই সাফল্য যে বাকি নির্মাতাদের ভালো নির্মাণ নিয়ে আরো মরিয়া করে তুলবে, সে নিয়ে সন্দেহের অবকাশ নেই৷ এভাবে চলতে থাকলে, সামনের সময়ে হয়তো বিশ্ববাজার একচেটিয়া দখলের মিশনেই নামবে ভারতের টিভি সিরিজগুলো।
অবস্থাদৃষ্টে যা প্রতীয়মান হচ্ছে, সে দিন হয়তো খুব দূরেও নেই। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়!