রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা-তাসকিনের শান?
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

ঈদে শাকিব খান আসছেন 'অন্তরাত্মা' নিয়ে, 'মিশন এক্সট্রিম' দিয়ে হল দখলের মিশনে নামবেন আরিফিন শুভ। 'শান' নিয়ে এই দুই মহারথীর সঙ্গে দ্বৈরথে নামছেন সিয়াম আহমেদও...
বাংলাদেশে ঈদের সিনেমা মানেই শাকিব খান। এবারও তিনি 'অন্তরাত্মা' নিয়ে হাজির হবেন ঈদে, এমনটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত। পাবনায় শুটিং চলছে সিনেমাটার। এদিকে 'মিশন এক্সট্রিম' নিয়ে আরিফিন শুভও প্রস্তুত, তিনিও ঈদে দখল করবেন সিনেমা হল। ঢাকাই চলচ্চিত্রের আপকামিং সুপারস্টার সিয়াম আহমেদই বা পিছিয়ে থাকবেন কেন? সম্ভাবনা দেখা দিয়েছে দুই মহারথীর সঙ্গে ঈদের সিনেমার এই প্রতিযোগিতায় তারও অবতীর্ণ হবার। সিয়াম এবং পূজা অভিনীত 'শান' সিনেমাটি মুক্তি পেতে পারে এই রোজার ঈদে।
পোড়ামন-২ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় আগমন ঘটেছিল সিয়ামের, শিশুশিল্পী চরিত্র থেকে বেরিয়ে নায়িকা চরিত্রে অভিষেক হয়েছিল পূজা চেরির। রায়হান রাফীর দহনেও দুজন জুটি বেঁধেছিলেন। দান দান তিন দান হয়ে গেল 'শান' সিনেমা দিয়ে, বড়পর্দায় তৃতীয়বারের মতো স্ক্রিন শেয়ার করেছিল এই জুটি। ২০১৯ সালের মে মাসে শুটিং শুরু হওয়া শানের মুক্তি পাবার কথা ছিল গত বছরই। কিন্ত করোনার কারণে সবকিছু থমকে যাওয়ায় বাধাগ্রস্ত হয়েছে সিনেমার মুক্তি।

সিনেমার প্রযোজক এবং পরিচালক চাইছেন ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। একটি রোমান্টিক গানের শুটিং করতে সিনেমার টিম এখন সেন্টমার্টিনে। সেখানেই পরিচালক এম এ রহিম জানালেন, ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে তাদের। ওই গানটি ছাড়া বাকি সিনেমার শুটিং শেষ, অন্যান্য কাজও এগিয়ে গেছে অনেকটাই। কাজেই ঈদে 'শান' মুক্তি দিতে কোন সমস্যা হবে না তাদের।
একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনাকে অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া মাসুদ রানা সিনেমার চিত্রনাট্যকারও তিনি। নাজিম উদ দৌলা জানালেন, চরিত্রগুলোর ধরণ ও সংলাপের কারণেই ছবির নাম দেওয়া হয়েছে ‘শান’। সিনেমায় সিয়ামের চরিত্রের নামও শান। বোঝাই যাচ্ছে, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটিও হবে শান দেয়া ছুরির মতোই ধারালো।

শান সিনেমায় অ্যাকশন থাকছে অনেক। আছে দুটি রোমান্টিক গানও। কিন্তু ছবিটিকে অ্যাকশন রোমান্টিক বলতে চাইছেন না নির্মাতা বা চিত্রনাট্যকার। নাজিম উদ দৌলা বলেছেন- ‘ছবিটিকে অ্যাকশন বেইজ থ্রিলার বলা যায়। ছবিতে আছে ড্রামা এবং মনস্তাত্বিক ব্যাপার। রোমান্টিকতাও আছে, কিন্তু মূল বিষয়ের তুলনায় এর গুরুত্ব গল্পে কম।’
শান সিনেমায় সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করবেন ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয় করে আলোড়ন তোলা তাসকিন রহমান। এছাড়াও, এই ছবির মাধ্যমে একসঙ্গে এক ছবিতে ২০ বছর পর অভিনয় করলেন চম্পা এবং অরুণা বিশ্বাস। শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ ছবিতে শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই সিনেমায় ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন জমজ চরিত্রে।
তথ্যসূত্র কৃতজ্ঞতা- সারাবাংলা ডট নেট।