মঞ্চ-টিভি-সিনেমা, সর্বত্র যিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
বলা হয়, নব্বই দশকে সমসাময়িক অভিনেতাদের ভিড়ে? শহীদুজ্জামান সেলিম কিছুটা পিছিয়ে ছিলেন, সেজন্য নাকি ভালো চরিত্রগুলো কম পেতেন। কিন্ত যখনই সুযোগ পেয়েছেন, বাজীমাত করেছেন, মঞ্চ-টিভি-সিনেমা সব জায়গায় রেখেছেন প্রতিভার প্রমাণ...
প্রচলিত আছে, নব্বই দশকে সমসাময়িক আরো তিন অভিনেতার প্রতিদ্বন্দ্বিতার ভিড়ে তিনি কিছুটা পিছিয়ে ছিলেন, সেজন্য নাকি তেমন ভালো চরিত্রগুলো পেতেন না। তবে গত দুই দশকে এসে সেই অপূর্ণতা পূরন করছেন, একের পর এক দারুন কাজে নিজেকে নন্দিত করছেন নাটক কিংবা চলচ্চিত্রে। তিনি বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
শহীদুজ্জামান সেলিমের ক্যারিয়ার গঠনে তিনটি ধারাবাহিক নাটক বেশ গুরুত্বপূর্ণ। প্রথম নাটক 'জোনাকী জ্বলে'। তারপর 'কোথাও কেউ নেই', এই নাটকে আফসানা মিমির সাথে তার জুটি বেশ আলোচিত হয়েছিল, পরবর্তীতে এই জুটি একসাথে পৌনঃপুনিক, স্বপ্নযাত্রা, হাউজ ওয়াইফ সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। আরেক জনপ্রিয় নাটক 'রুপনগর' এ-ও অভিনয় করেছিলেন। এছাড়া তার ক্যারিয়ারে অন্যতম উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছায়া শিকারী, বাজিকর, ছোঁচা কদম ও 'কাঁটা' অন্যতম।
হানিফ সংকেতের পুত্র দায়, শোধবোধ, কিং কর্তব্য, শূন্যস্থান পূর্ণ সহ বেশ সংখ্যক নাটকে অভিনয় করেছিলেন। মোস্তফা সারোয়ার ফারুকীর দুই জনপ্রিয় ধারাবাহিক '৫১ বর্তী' ও '৬৯' নাটকেও অনেক তারকার ভিড়ে সমুজ্জ্বল ছিলেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অরুন চৌধুরীর জনপ্রিয় ধারাবাহিক নাটক 'লীলাবতী' উনার ক্যারিয়ারে অন্যতম সফল পালক। উনার এই নাট্যজগতে দুই যুগের ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের মধ্যে ইনসমনিয়া, লাল নীল বেগুনী, চোরের বউ, দক্ষিনায়নের দিন, জং কুটুম্বপুর, বক্ররেখা, চিঠি, বক্সার কবি, ভালোবাসি তাই অন্যতম। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন, এমনকি মঞ্চ নাটকেও।
নাট্যঙ্গনের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি সমুজ্জ্বল। প্রথম সিনেমা ফারুকীর 'মেড ইন বাংলাদেশ', এই ছবিতে তিনি ডিসির পিএস নওশাদের চরিত্রে বেশ আলোচিত হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন রেদোয়ান রনির 'চোরাবালি' তে অভিনয় করে, খল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি তার ক্যারিয়ারে আরো উল্লেখযোগ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধের ছবি মেঘমল্লার, বাপজানের বায়োস্কোপ অন্যতম। 'অজ্ঞাতনামা'র জন্য পেয়েছেন দ্বিতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া আরো অভিনয় করেছেন চন্দ্রগ্রহণ, দেবদাস, এই তো প্রেম, ইউটার্ন, পদ্ম পাতার জল, সুলতানা বিবিয়ানা সিনেমায়।
ব্যক্তিজীবনে প্রথম স্ত্রী বিয়োগের পর বিয়ে করেন অভিনেত্রী রোজি সেলিম কে,রয়েছে দুইটি সন্তান। বর্তমানে ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটকে খলিল হিসেবে পরিচিত। আজ এই স্বনামধন্য অভিনেতার জন্মদিন, শুভকামনা রইলো।
শুভ জন্মদিন, শহীদুজ্জামান সেলিম!