বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডারের সিনেমাটিক ক্যারিয়ার আর জীবন এবার রুপালী পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। তো, কারা হচ্ছেন রূপালী পর্দার সাকিব-শিশির? আপনার ভোট কাদের বাক্সে?

সাকিব আল হাসান- নি:সন্দেহে বাংলাদেশের তো বটেই, আশেপাশের কয়েকদেশের ভেতর একজন জনপ্রিয় ক্রিকেট ব্যাক্তিত্ব। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং বলতে গেলে একাই করছেন এই ‘৭৫’ নম্বর জার্সি অধিকারী। সফেদ হাসি, ধারাবাহিক পার্ফর্ম্যান্স আর আপোষহীন কঠোর প্রশিক্ষণ- এই সাধারণ ফর্মুলা সাকিব আল হাসানের সাফল্যের মূলমন্ত্র হলেও তার ক্যারিয়ার সিনেমারও অধিক। বাংলাদেশ ক্রিকেটের শিরোমণি নাম্বার ওয়ান এই অলরাউন্ডারের সিনেমাটিক ক্যারিয়ার আর জীবন এবার রুপালী পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। গত শনিবার ২০শে মার্চ এক লাইভ আড্ডায় জানা-অজানা নানান গল্পে ভরা এই বায়োপিকের কথা জানান স্বয়ং সাকিব আল হাসানই! 

বিশ্বসেরা অলরাউন্ডারের বায়োপিকের কাজ অনেকদূর এগিয়েছে কিন্ত থমকে আছে বিশ্বব্যাপী মহামারীর কারণে। এই ব্যাপারে সাকিব জানান, “বায়োপিকের কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।”  

সাকিব-শিশির


 বর্তমানে এই বায়োপিকের কাজ বন্ধ থাকলেও গত শনিবার ক্রিকফ্রেনজির একটি লাইভ শো তে সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকারের পর সোসাল মিডিয়া চলছে তুমুল আলোচনা- কে হবেন সাকিব, কেই বা হবেন শিশির? 

ইয়াশ রোহান-মেহজাবীন

ভক্তরা স্ব-উদ্যোগে নিজেরাই শখের কাস্টিং করেছেন সোসাল মিডিয়াতে, নিজেরাই জানিয়েছেন তারা কাদেরকে সাকিব-শিশির হিসেবে দেখতে চান। মিল-অমিল আর জনপ্রিয়তা- এই দুটি ফ্যাক্টরকে বিবেচনা করে শিশির চরিত্রের জন্য হট ফেভারিট অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অন্যদিকে, ইয়াশ রোহান আর জিয়াউল রোশানের মধ্যে যেকোনো একজন কে সাকিব আল হাসান হিসেবে দেখতে চান দর্শকেরা। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল আর  রোশান ভালো ক্রিকেট খেলেন- লড়াই হবে মূলত এই দুজনের ভেতর। তবে সিনেমার নাম কি হবে, নির্মাতা কে- এসব কিছুই এখনো জানা যায়নি। 

মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীন প্রমুখ ক্রিকেটারদের বায়োপিক রয়েছে এবং এই ধরনের সিনেমা ভক্তরা সবসময় সাদরে গ্রহণ করেছেন। বিভিন্ন দেশে কিংবদন্তী খেলোয়ারদের বায়োপিক থাকলেও বাংলাদেশে এই প্রথম কোনো ক্রিকেটারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা