সিনেমা মুক্তির জন্য এমন অভিনব উদ্যোগ এর আগে দেখেনি বাংলাদেশ!
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যা কখনও হয়নি, সেটাই হতে যাচ্ছে শনিবার বিকেলের বেলায়। বাংলাদেশে এই সিনেমাটি মুক্তির পক্ষে জনমত গঠনের জন্য বিচিত্র এক উদ্যোগ নিয়েছে সিনেমা ক্যাফে ‘ঝিল কুটুম’...
হলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন 'শনিবার বিকেল' সিনেমাটি। কিন্ত গত বছরের জানুয়ারিতে মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তাদের যুক্তি ছিল, এই সিনেমাটি মুক্তি পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অথচ প্রথম দফায় কিন্ত সেন্সর বোর্ডের সদস্যরা এই সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন, কেউ বলেছেন কারিগরি দিক থেকে এই সিনেমা খুবই সমৃদ্ধ, আবার কেউ বলেছিলেন, একটি ভালো সিনেমার সব গুণাবলীই শনিবার বিকেল- এর মধ্যে উপস্থিত।
সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিপরীতে গত বছরের ফেব্রুয়ারিতে আপিল করেছিল সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পরও ছাড়পত্রের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড। কাজেই শনিবার বিকেল এর ভবিষ্যত পড়ে আছে শঙ্কার মধ্যে। এরই মাঝে ফারুকী তার পরবর্তী সিনেমা 'নো ল্যান্ডস ম্যান' এর কাজ শুরু করে দিয়েছেন, সেটাও শেষের পথে। কিন্ত শনিবার বিকেল নিয়ে অচলাবস্থা কাটছেই না।
মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে সিনেমাটি মুক্তি না পেলেও এরই মধ্যে মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। যার মধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সিনেমাটি দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে। তারকাসমৃদ্ধ এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদের মতো অভিনেতারা। আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও ভারতের কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

তবে ভালো সিনেমার জন্য যেসব দর্শক উৎসুক হয়ে থাকেন, বাংলা চলচ্চিত্রের যারা নিবেদিতপ্রাণ ভক্ত, তারাও তো চুপ করে বসে থাকবেন না। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যা কখনও হয়নি, সেটাই হতে যাচ্ছে শনিবার বিকেলের বেলায়। সিনেমা মুক্তির জন্য চলছে জনমত গঠনের কাজ। বাংলাদেশে এই সিনেমাটি মুক্তির পক্ষে জনমত গঠনের জন্য বিচিত্র এক উদ্যোগ নিয়েছে সিনেমা ক্যাফে ‘ঝিল কুটুম’। চলতি মাসের শুরু থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীর হাতিরঝিলে অবস্থিত এই সিনেমা ক্যাফেটি নিজেদের সব অতিথিকে ‘শনিবার বিকেল’ সিনেমার অফিশিয়াল টি-শার্ট বিনামূল্যে উপহার দিচ্ছে। উদ্দেশ্য একটাই, শনিবার বিকেল সিনেমার মুক্তি নিয়ে দর্শকেরা যাতে কথা বলেন, সেন্সরবোর্ডে এই সিনেমার আটকে থাকার প্রতিবাদ যেন তারা করেন।
‘নতুন বছরের সিনেম্যাটিক অফার’ নামের ঝিল কুটুমের এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র এবং বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুণ এবং কানের ফিপ্রেস্কি জুরিবোর্ডের সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি। সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী নির্মাতা এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদোয়ান রনি ওই টি-শার্ট পরে ক্যাম্পেইনে অংশও নিয়েছেন ইতিমধ্যেই।

ঝিল কুটুমের এই ক্যাম্পেইনের পার্টনার হিসেবে আছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা সংস্থা ছবিয়াল, রকমারি ডটকম, মেঘওয়ালা, আওয়ার শট দেয়ার শট চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশি টি-শার্ট ব্র্যান্ড ডিমভাজি। একটা সিনেমা মুক্তি দেয়ার জন্য এমন অভূতপূর্ব ঘটনা বাংলাদেশ এর আগে প্রত্যক্ষ করেনি কখনও। শনিবার বিকেল। ঝিল কুটুম এবং তাদের এই ক্যাম্পেইন- সবাই মিলে অন্যরকম একটা ইতিহাসই রচনা করে দিলো। বাকী করণীয় দর্শকদের, ভালো সিনেমার পাশে তারা থাকবেন কিনা, ভালো সিনেমা তারা দেখতে চান কিনা- সেটা জোরালো গলায় জানাতে হবে, তাহলেই এই ক্যাম্পেইন, এই আন্দোলন সফল হবে।