বাংলাদেশী অভিনয়শিল্পীদের নিবেদনে মুগ্ধ শ্যাম বেনেগাল
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
‘বাংলাদেশের অভিনেতারা সবাই উচ্চ মানের। মনপ্রাণ দিয়ে অভিনয় করছেন। আর ছবিটা যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে, তাই তাদের আবেগও কাজ করছে অনেক...’
মুম্বাইয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সবার আগে দেশ ছেড়েছিলেন দিব্য জ্যোতি। বঙ্গবন্ধুর কিশোর বয়সী চরিত্রে অভিনয় করবেন তিনি। দিব্য জ্যোতি গুণী নির্মাতা বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশির বড় সন্তান। দিব্য'র পর একে একে আরও অনেক অভিনেতা ঢাকা থেকে মুম্বাইয়ের ফ্লাইট ধরেছেন, সেই তালিকায় আছেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী এবং নুসরাত ইমরোজ তিশাও। মুম্বাইয়ে মহরত শেষে সিনেমার আনুষ্ঠানিক শুটিংও শুরু হয়ে গেছে। বাংলাদেশে আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী অপেক্ষায় আছেন ডাক আসার, তাদের অংশের শুটিংয়ের সময় ঘনিয়ে এলেই বিমানে উঠে বসবেন তারা।
আরিফিন শুভ যে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন, এটা নিয়ে গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। শুভ নিজেও স্বীকার করেছেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি চিত্রনাট্য হাতে পেয়েছিলেন। শুটিং শুরু হবার কথা ছিল গতবছরই, কিন্ত করোনার কারণে এলোমেলো হয়ে গিয়েছে সব। কয়েক দফায় শুটিংয়ের শিডিউল পিছিয়ে শেষমেশ এবছরের জানুয়ারীতে শুরু হয়েছে সেটা।
বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। দীর্ঘ অভিনয়জীবনে এত এত চরিত্রকে পর্দায় রূপ দিয়েছেন তিনি, তবু তার মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে। শুটিংয়ের জন্য মোট তিন দফায় মুম্বাইয়ে যেতে হবে তাকে। প্রথমবার যাবেন আগামীকাল, কয়েক দিন শুটিং করে ঢাকায় ফিরবেন তিনি। ফেব্রুয়ারিতে আরও দুই দফা যেতে হবে তাকে। তবে এই ধকল নিয়ে বিন্দুমাত্র অভিযোগ নেই তার, বরং এই সিনেমায় যুক্ত হবার মাধ্যমে ইতিহাসের অংশ হবাত সুযোগ এসেছে তার সামনে- এমনটাই ধারণা দিলারা জামানের।
একই রকমের উচ্ছ্বাস কাজ করছে আরও একজনের মধ্যে। তিনি শান্তনু মৈত্র, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীত পরিচালক। বঙ্গবন্ধুর বায়োপিকের সংগীত পরিচালনাও তিনিই করবেন। এই চলচ্চিত্রে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শান্তনু। শ্যাম বেনেগাল তার ওপর বিশ্বাস করে যে আস্থা রেখেছেন, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা তিনি রাখতে চান পুরোপুরি।
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বিশাল সেট ফেলে শুটিং করা হচ্ছে, টুঙ্গিপাড়ার আদলে সেট নির্মাণ করা হয়েছে সেখানে। মার্চের মাঝামাঝি পর্যন্ত একটানা শুটিং চলবে। তারপর বর্ষায় সিনেমার টিম নিয়ে শ্যাম বেনেগাল আসবেন বাংলাদেশে। বর্ষার দৃশ্য সহ বাংলাদেশ অংশের দৃশ্য ধারণ করা হবে এবছরের জুন-জুলাইয়ের মধ্যে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবছরের ১৭ই মার্চ বায়োপিক সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্ত পরিবর্তিত পরিস্থিতিতে কবে নাগাদ এটি মুক্তি পেতে পারে, সেটি নিশ্চিত করে বলার উপায় নেই। তবে বেনেগাল আশাবাদী, এবছরই মুক্তি দিতে পারবেন বঙ্গবন্ধুর বায়োপিক।
বাংলাদেশী অভিনয়শিল্পীদের নিবেদনও মুগ্ধ করেছে পরিচালককে। যে কদিন শুটিং হয়েছে, তাতে বাংলাদেশের অভিনয়শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলে জানালেন শ্যাম বেনেগাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অভিনেতারা সবাই উচ্চ মানের। মনপ্রাণ দিয়ে অভিনয় করছেন। আর ছবিটা যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে, তাই তাদের আবেগও কাজ করছে অনেক।’
বেনেগালের এই মুগ্ধতা এবং অভিনেতা-অভিনেত্রীদের এই ডেডিকেশনটা শেষ পর্যন্ত বজায় থাকলে সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর কাজটা যথাযথভাবেই সম্পন্ন হবে- এটুকু আশা রাখাই যায়।
তথ্যসূত্র- প্রথম আলো