বাংলাদেশের সিনেজগতের হালের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ একটি স্বপ্ন কিনেছেন। স্বপ্নটির বয়স ১৫ বছরের বেশি!

শৈশবে একটি লাল খেলনা গাড়ি কেনার স্বপ্ন সবাই দেখে। সেই স্বপ্নকে লালন করে বাস্তবে কয়জন রূপ দিতে পারেন? গত সোমবার ঠিক এই কাজটিই করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছোটবেলার হট-হুইলসের খেলনা লাল গাড়ি দেখে মুগ্ধ হওয়া সেই শিশু এখন জনপ্রিয় নায়ক। সেই খেলনার গাড়ির অবিকল একই মডেল 'Mazda MX 5 Roadster' কিনেছেন তিনি। গাড়ি নয়, স্বপ্ন কিনেছেন- এমনটাই জানিয়েছেন তিনি।

দেশের ‘মাভেন অটোস বাংলাদেশ’ থেকে লাল রঙের স্পোর্টস কারটি কিনে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সাথে ছবি আর ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুকে। সেই স্বপ্নের বাস্তবায়ন আর খুশি ভাগ করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভক্তকূলের মধ্যে চলছে দারুণ উচ্ছ্বাস! কমেন্ট আর শেয়ারের বন্যায় সবাই জানিয়েছেন শুভকামনা। 

সিয়ামের নতুন গাড়ি

লাল রঙের মাজদা গাড়িটিকে পেছনে রেখে স্ত্রী অবন্তীর সাথে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “আলহামদুলিল্লাহ, ওয়েলকাম হোম লাভ!”। ছবিগুলোতে সিয়ামের চোখ ঠিকরে পড়া খুশি আর স্বপ্ন বাস্তবায়নের যে তৃপ্তি, সেটিকে টাকায় হিসেব করতে নারাজ তার ভক্তরা। গাড়ির দাম যাই হোক, সিয়াম নিজেও বলেছেন, টাকায় এর মূল্য তিনি হিসাব করতে পারবেন না।

ঢালিউডের ব্যস্ত এই নায়কের কাছে বর্তমানে একাধিক ছবির কাজ রয়েছে। “বঙ্গবন্ধু” সিনেমার প্রাথমিক কাজ শেষ করে মাত্রই ফিরেছেন মুম্বাই থেকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা