রোহিত শেঠির কপ ইউনিভার্স: 'সূর্যবংশী' মুক্তি পাচ্ছে ৩০শে এপ্রিল
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট

সূর্যবংশীতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, সিনেমার ক্লাইম্যাক্সে অজয় দেবগন ওরফে সিংঘাম এবং রনবীর সিং ওরফে সিম্বার উপস্থিতি। গল্পের প্রয়োজনেই কপ ইউনিভার্সের এই সিনেমায় নিজ নিজ চরিত্রে হাজির হবেন তারা...
বি টাউনের পরিচালকদের মধ্যে দর্শক পালস সবচেয়ে ভালো বোঝেন কারা- এমন প্রশ্ন করা হলে সবার আগে যে দুটো-তিনটে নাম আসবে, তার একটা হচ্ছে রোহিত শেঠির। অ্যাকশন আর কমেডি ফিল্ম বানানোয় এই নির্মাতার জুড়ি মেলা ভার। নিজের সিনেমায় ফিজিক্সের সূত্রের দফারফা করে আকাশে গাড়ি ওড়ান বলে তাকে নিয়ে ট্রলও হয়- কিন্ত সেইসঙ্গে এটাও স্বীকার করতে হবে যে, রোহিত শেঠির সিনেমায় আকাশে কেবল গাড়ি আর ভিলেনই ওড়ে, গল্পটা কিন্ত মাটিতেই থাকে, বিশ্বাসযোগ্যভাবেই সেটাকে পরিবেশন করেন তিনি।
রোহিতের নতুন সিনেমা 'সূর্যবংশী'র ট্রেলার মুক্তি পেয়েছিল গত বছরের মার্চে। সিনেমা মুক্তির কথা ছিল এপ্রিলে। কিন্ত এরইমধ্যে করোনার থাবায় বিপর্যস্ত হলো গোটা দুনিয়া, থেমে গেল পৃথিবী, বন্ধ হলো সিনেমা হলও। আটকে গেল সূর্যবংশীর মুক্তি। কয়েক দফায় লকডাউন শেষে সিনেমা হল খুললেও, নির্দিষ্ট করে দেয়া হলো দর্শক সংখ্যা। এরমধ্যে কয়েকবার গুঞ্জন উঠেছে, সূর্যবংশী কোম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে কিনা সেটি নিয়ে। কিন্ত রোহিত শেঠি বদ্ধ পরিকর ছিলেন, তার বিগ বাজেটের এই সিনেমাটি সিনেমা হলেই মুক্তি দেবেন তিনি। নিজের জন্মদিনে আজ সূর্যবংশীর রিলিজ ডেট ঘোষণা করা হলো, আগামী ৩০শে এপ্রিল ভারত সহ সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।
সূর্যবংশী দিয়ে প্রায় এক দশক পরে একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। একসময় একের পর এক হিট সিনেমা উপহার দেয়া এই জুটিকে গত এক দশক একত্রে দেখা যায়নি পর্দায়, সেই আপাত-অসম্ভব কাজটি রোহিত শেঠি করে দেখিয়েছেন। তবে সূর্যবংশীতে তারচেয়েও বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে, সিনেমার ক্লাইম্যাক্সে অজয় দেবগন ওরফে সিংঘাম এবং রনবীর সিং ওরফে সিম্বার উপস্থিতি। গল্পের প্রয়োজনেই কপ ইউনিভার্সের এই সিনেমায় নিজ নিজ চরিত্রে হাজির হবেন তারা।

দারুণ এক ভিডিওর মাধ্যমে আজ ঘোষণা করা হয়েছে সূর্যবংশীর রিলিজ ডেট। সেখানে বলা হয়েছে, কিভাবে গোটা পৃথিবী থমকে যাওয়ায় নির্মাতারা পিছু হঠতে বাধ্য হয়েছিলেন সিনেমা মুক্তি দেয়া থেকে। ভিডিওতে দেখানো হয়েছে করোনার লকডাউন চলাকালে পুলিশের নিবেদনের কিছু ফুটেজও। নিজেদের প্রাণ বিপন্ন করে যেভাবে এই বাহিনীর সদস্যেরা মানুষকে ঘরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, সেটাকেও সাধুবাদ জানানো হয়েছে দেড় মিনিটের এই ভিডিওর মাধ্যমে।
অজয় দেবগনকে নিয়ে রোহিত শেঠি সিংঘাম সিরিজের দুটো সিনেমা বানিয়েছেন। তারপর রনবীর সিংকে নিয়ে বানালেন সিম্বা। সবগুলো সিনেমার কেন্দ্রীয় চরিত্রই পুলিশ অফিসার। সিম্বার গল্প লেখার সময়ই রোহিত শেঠির মাথায় এসেছিল কপ ইউনিভার্স তৈরি করার ব্যাপারটা। সেখানেই সিংঘাম ও সিম্বার সাথে যুক্ত হয়েছে সূর্যবংশী চরিত্রটা, আর সেই চরিত্রের জন্য রোহিত বেছে নিয়েছেন অক্ষয় কুমারকে। তার উপস্থিতি ছিল 'সিম্বা' সিনেমার শেষ অংশেও।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের পাশাপাশি এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে আছেন করণ জোহর ও রোহিত শেঠি। ৩০শে এপ্রিল মুক্তি পেলে সূর্যবংশী মোটামুটি দুই সপ্তাহ সময় পাবে ভালোভাবে ব্যবসা করার, কারণ ১৩ই মে ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে সালমান খানের 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' সিনেমাটি। তবে ব্লকবাস্টার ব্যবসা করার জন্য রোহিত শেঠির দুই সপ্তাহও লাগে না- সেটা তিনি আগেও প্রমাণ করেছেন।
সূর্যবংশীর রিলিজ অ্যানাউন্সমেন্ট ভিডিওটি দেখতে পাবেন এখানে-