যদিও অতীত ইতিহাস বলে, বলিউডি রিমেকের ওপর ভরসা রাখা মহাপাপ। তবুও খানিকটা ভরসা হয়তো রাখাই যায়, নির্মাতা ও কুশীলব তালিকার জোরে। শেষ পর্যন্ত কি হবে, সে মহাকালের হাতেই সমর্পিত। আপাতত সেসব নিয়ে না ভেবে বিস্তর অপেক্ষা করাই তাই হোক প্রাসঙ্গিক সিদ্ধান্ত...

'রাজত্ব করা' বলে যে বিষয়টা আছে, সেটা যেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই বিলকুল প্রাসঙ্গিক৷ মাস-অডিয়েন্সকে কানেক্ট করবে, এমন গল্প বলতে তারা বহু আগে থেকেই সিদ্ধহস্ত৷ এখন আবার সে মুন্সিয়ানার সাথে গল্প, ন্যারেশন, টেকনোলজি সব মিলিয়ে-মিশিয়ে এমন এক অবস্থা তাদের, দোর্দণ্ডপ্রতাপশালী বলিউডও তাদের ছায়ার নীচে ক্রমশ থরহরি কম্পমান। সাম্প্রতিক অতীতের বলিউডের দিকে খেয়াল করলেই যে কথার সত্যতা পাওয়া যাবে হাড়েহাড়ে।  বলিউডের এখন এতটাই রুগ্নদশা, মৌলিক গল্পের সিনেমা পেতেও যেন বেগ পেতে হচ্ছে তাদের। এবং ঠিক সে কারণেই তারা ক্রমশই ঝুঁকছে সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেকের চক্করে। এবং রিমেকের এই মোচ্ছব যে এক অর্থে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সুপেরিয়রিটিকেই স্টাবলিশ করছে, তাও প্রমাণিত হচ্ছে নির্দ্বিধায়।  এরকম এক প্রেক্ষাপটে দাঁড়িয়েই তাই আজ কথাবার্তা এমন কিছু তুমুল জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে, যেসব সিনেমার বলিউডি রিমেক আসতে যাচ্ছে খুব তাড়াতাড়িই৷ এবং আশা এটাই, অন্তত যদি এসব সিনেমার বদৌলতে হলেও বলিউডের ভাগ্য ফেরে, তাহলেই বাঁচোয়া! 

১. জার্সি

নানি অভিনীত 'জার্সি' মুক্তির পরেই হয় বিস্তর জনপ্রিয়। 'ক্রিকেট' এর সাথে যাপিত আবেগ মিলেমিশে যে নির্মাণ হয়, তাতে মুগ্ধ হওয়ার উপকরণও থাকে বিস্তর। মূলত সে কারণেই এ সিনেমার চমৎকারিত্ব আচ্ছন্ন করে কাছেদূরের সবাইও। এবং এই 'স্পোর্টস ড্রামা' সে বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমাও হয়৷ বলাই বাহুল্য, এ সিনেমায় আগ্রহী হয় বলিউড। যার ফলশ্রুতিতেই গৌতম তিন্নানুড়ির এই দুর্দান্ত নির্মাণের বলিউডি ভার্সন থিয়েটারে আসবে এ বছরের এপ্রিলে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডি 'জার্সি'র প্রোটাগনিস্ট রোলে আছেন শহীদ কাপুর। 

জার্সি

২. দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন

মালায়ালাম এ সিনেমা খুব নীরবেই পুরুষতান্ত্রিক সমাজের চড়া গালে এরকম বড়সড় চপেটাঘাত করবে, তা সিনেমার নাম শুনে বুঝিনি মোটেও। এবং ঠিক এ কারণেই, এ সিনেমা শেষে চমকালাম বিস্তর। প্রোটাগনিস্ট রোলে দুর্দান্ত অভিনয় করলেন নিমীষাও। বাকিরাও অনবদ্য। সিনেমাটা দেশে-বিদেশে অ্যাওয়ার্ডও পেলো বিস্তর। এবং এই সিনেমারও বলিউডি ভার্সন আসবে সামনেই। যেখানে নিমীষার চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা।

দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন

৩. আলা বৈকুন্ঠপুরামুলু

এ সিনেমার বলিউডি রাইট কে পাবে, আর কে করবে রিমেক, এসব নিয়ে বেশ কিছুদিন আগে যে পরিমাণ দড়ি টানাটানি হয়ে গেলো, সে যেন এক থ্রিলারকে হার মানায়। তবে সর্বশেষ খবর এটাই, আল্লু অর্জুনের তুমুল জনপ্রিয় এ সিনেমা বলিউডে আসবে এ বছরের শেষভাগে। লিড রোলে থাকবেন, কৃতী শ্যানন এবং কার্তিক আরিয়ান। সিনেমার নাম রাখা হয়েছে- শেহজাদা।

আলা বৈকুন্ঠপুরামুলু

৪. ড্রাইভিং লাইসেন্স

পৃথ্বীরাজ সুকুমারনের এ সিনেমায় আপাতদৃষ্টে ছোটখাটো এক খটনা যেভাবে ফুলেফেঁপে বটগাছ হয়ে ওঠে, এবং সে সাথে গল্পটাও যেভাবে অডিয়েন্সকে হুক করে রাখে শুরু থেকে শেষতক,  তা দর্শক হিসেবে বেশ ছিমছাম প্রশান্তিই দিয়ে যায়। এবং  মালায়ালাম এ সিনেমার রিমেকও হবে বলিউডে। যেখানে লিড রোলে থাকবেন অক্ষয় কুমার এবং ইমরান হাশমি।

ড্রাইভিং লাইসেন্স

৫. কাইথি

জেলের সাজার মেয়াদ শেষ করে বাইরে আসা এক আসামী পাকেচক্রে আটকে পড়ে পুলিশ- ড্রাগ ডিলারেদের এনকাউন্টের ঠিক মধ্যিখানে, এবং, গল্পে চমক আসা শুরুও হয় তখন, ঘটে কিছু অপ্রত্যাশিত ঘটনা... এসবের মিলিত ফলাফলে যে দুর্দান্ত থ্রিলার 'কাইথি', সেই সিনেমার রিমেক হচ্ছে বলিউডে। 'কাইথি'র বলিউডি ভার্সনের নাম- ভোলা। যেখানে লিড রোলে থাকবেন অজয় দেবগন, টাবু। প্রসঙ্গত উল্লেখ্য, 'কাইথি' সিনেমা নিজেও এক হলিউডি সিনেমা থেকে অনুপ্রাণিত। সে হলিউডি সিনেমার নাম- অ্যাসাল্ট অন প্রিসিন্ট। 

কাইথি 

৬. মাস্টার

বিজয় সেথুপতি- বিজয় চন্দ্রশেখরের অ্যাকশন প্যাকড 'মাস্টার' মুক্তির প্রথম দিনেই প্রবল সাড়া ফেলেছিলো থিয়েটারে৷ অ্যালকোহলিক প্রফেসর ও প্রতাপশালী গ্যাংস্টারের মুখোমুখি দ্বৈরথ হয়েছিলো বেশ জমজমাটও। এবং তা দেখেই, সিনেমা মুক্তির একদিন পরেই এই সিনেমার রাইট কেনে বলিউডের এক প্রযোজনা সংস্থা। ধারণা করা হচ্ছে, বলিউডি এই রিমেকের লিড রোলে সুপারস্টার সালমান খানকে দেখা যাবে। 

মাস্টার

৭. বিক্রম ভেদা

ভারতীয় এক বিশেষ লোককথা অনুসারে নির্মিত 'বিক্রম বেধ' এ দুর্দান্ত ন্যারেশন স্টাইল ও অনসম্বল কাস্টিংয়ের যে মেলবন্ধন... গল্প জমে গিয়েছিলো ঠিক তখনই। ফলাফল, বলিউডের শ্যেনচক্ষু। জানা গিয়েছে, মূল সিনেমার যারা নির্মাতা অর্থাৎ পুষ্কর-গায়ত্রী, তারাই থাকবেন এই সিনেমার বলিউডি ভার্সনের নির্মাতা হিসেবেও। এবং এ নির্মাণের বলিউডি রিমেকের প্রোটাগনিস্ট হিসেবে থাকবেন ঋত্বিক রোশন ও সাইফ আলী খান। 

বিক্রম বেধ

৮. সুরারাই পতরু

জি আর গোপিনাথের বায়োগ্রাফি অবলম্বনে বানানো 'সুরারাই পতরু' দেখে মুগ্ধ হননি, এমন মানুষ হয়তো কমই আছেন। দুর্দান্ত এক গল্প, এবং সেখানে সুরিয়া, অপর্ণা ও পরেশ রাওয়ালের দারুণ অভিনয়... 'সুরারাই পতরু'র উৎকর্ষতার সাপেক্ষে এই কারণগুলোই অগ্রগন্য। এই সিনেমারও বলিউডি রিমেক হচ্ছে সামনে। গুজব এও চাউর, অক্ষয় কুমার হবেন সেখানে প্রোটাগনিস্ট। 

সুরারাই পতরু

৯. হিটঃ দ্য ফার্স্ট কেস

এই থ্রিলার সিনেমার ন্যারেশন স্টাইল এবং ক্লাইম্যাক্সের টুইস্টে এমন কিছু স্বকীয়তা ছিলো, যে  কারণগুলোই সিনেমাটিকে দর্শকের হৃদয়ে স্থায়ীত্ব দেয়। এবং সিনেমাটি বেশ ব্যবসাসফলও হয়। যে কারণেই সিনেমাটির বলিউডি রিমেকের জন্যে আগ্রহী হয় সংশ্লিষ্টরা। প্রসঙ্গত উল্লেখ্য, এ সিনেমার বলিউডি রিমেকে প্রোটাগনিস্ট হিসেবে থাকবেন-  রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রা।

হিটঃ দ্য ফার্স্ট কেস

১০. রাতসাসান

এ সিনেমা কেন এত জনপ্রিয়, সে নিয়ে কিছু বলার চেয়ে বরং সিনেমাটা দেখাই হবে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। অদ্ভুত সুন্দর এক থ্রিলার, গা ছমছমে ন্যারেশন ও বিজিএম...এরকম সিনেমা দেখা আসলে চোখের ও মনের শান্তিও। এবং এই সিনেমারও রিমেক হচ্ছে বলিউডে। বলিউডি  রিমেকে প্রোটাগনিস্ট থাকবেন অক্ষয় কুমার এবং রাকুল প্রীত সিং। রাতসাসানের বলিউডি ভার্সনের নাম- মিশন সিনড্রেলা।

রাতসাসান 

যদিও অতীত ইতিহাস বলে, বলিউডি রিমেকের ওপর ভরসা রাখা মহাপাপ। তবুও খানিকটা ভরসা হয়তো রাখাই যায়, নির্মাতা ও কুশীলব তালিকার জোরে। শেষ পর্যন্ত কি হবে, সে মহাকালের হাতেই সমর্পিত। আপাতত সেসব নিয়ে না ভেবে বিস্তর অপেক্ষা করাই তাই হোক প্রাসঙ্গিক সিদ্ধান্ত। 


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা