মাত্র ২৩ দিনে শুটিং শেষ করা হয়েছে স্ফুলিঙ্গ সিনেমাটির। তৌকীর আহমেদের এবারের সিনেমা একটি ব্যান্ড দলকে নিয়ে...

বরেণ্য নির্মাতা তৌকির আহমেদ আসছেন তার পরিচালিত সপ্তম সিনেমা 'স্ফুলিঙ্গ' নিয়ে। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটির ফার্স্ট লুক। রাত আটটায় সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেইজে ফার্স্ট লুকটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার। একটি ব্যান্ড দলকে নিয়ে এগিয়েছে স্ফুলিঙ্গ'র গল্প। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি নির্মিত হয়েছে, এটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’।

গত ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিং শেষে বন্ধ হয়েছে ক্যামেরা। তৌকীর আহমেদের এবারের সিনেমা একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমাতে, ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে সম্পর্কের, সৃষ্টির ও বিপ্লবের নানা রূপ ফুটে উঠবে এতে। পাশাপাশি দায়িত্ববোধের স্পৃহাও তুলে ধরা হবে- এমনটিই জানিয়েছেন নির্মাতা।

স্ফুলিঙ্গ সিনেমার ফার্স্ট লুক আসছে আজ

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও শ্যামল মাওলা। এছাড়াও আছেন সাবেক লাক্স সুন্দরী জাকিয়া বারী মম। এই ছবির মাধ্যমে দীর্ঘ তেরো বছর পর আবার তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। এর আগে তৌকীরের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু- সহ আরও অনেকে।

তৌকীর আহমেদ এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’,‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবিগুলো নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এর আগে তিনি একই পরিচালকের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা