মুক্তি পেল স্ফুলিঙ্গের অফিশিয়াল পোস্টার
- পড়তে সময় লাগবে মিনিট
- পড়তে সময় লাগবে মিনিট
অবশেষে প্রকাশ্যে এলো স্ফুলিঙ্গের অফিশিয়াল পোস্টার।
একদিকে সত্তরের দশকের বিপ্লবী তারুণ্য, অন্যদিকে বর্তমান সময়কার তারুণ্যের উদ্দাম এক প্রতিচ্ছবি- এই দুইয়ের সম্মিলন ঘটিয়ে আলোর মুখ দেখেছে তৌকির আহমেদের পরিচালিত সপ্তম সিনেমা স্ফুলিঙ্গ'র পোস্টার। পঞ্চাশ বছর আগে ও পরের দুটো পৃথক সময়ের গল্প বলবে স্ফুলিঙ্গ, পোস্টারে সেটির ছাপ পড়েছে প্রবলভাবে। এক প্রজন্মের হাতে অস্ত্র, অন্য প্রজন্মের হাতে গিটার। নতুন প্রজন্মের হাতের গিটারই হয়তো বন্দুকের মতো গর্জে উঠবে স্ফুলিঙ্গ'র গল্পে। পোস্টারে আছে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মানসিকতায় ধারণ করার বার্তাও।
অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই আগেই ঘোষণা করা হয়েছিল, আজ মুক্তি পাবে পোস্টার; কথা রেখেছে স্ফুলিঙ্গ টিম। অভিনয়শিল্পীদের প্রায় সবাইকেই খুঁজে পাওয়া গেছে পোস্টারে। জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলা হাজির হয়েছেন দুই অবতারে, প্রতিনিধিত্ব করেছেন দুটো ভিন্ন প্রজন্মের। পোস্টারের ওপরের অংশে কাঁধে বন্দুক ঝোলানো মমকে পাওয়া গেছে রণরঙ্গিণী প্রতিমূর্তিতে। দারুচিনি দ্বীপের দীর্ঘ তেরো বছর পর তৌকীর আহমেদের পরিচালনায় কাজ করছেন এই অভিনেত্রী।
স্বপ্নজালের পর স্ফুলিঙ্গে আরও একবার 'পাশের বাড়ির মেয়ে'র অবতারে হাজির পরিমনি, পোস্টারে স্নিগ্ধতা ছড়িয়েছে তার মায়াবী প্রতিমা। শ্যামল মাওলা এবং রওনক হাসানরাও উপস্থিত নিজ নিজ চরিত্রে। এছাড়া স্ফুলিঙ্গ'র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু- সহ আরও অনেকে। ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এর আগে তিনি একই পরিচালকের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি নির্মিত হয়েছে, এটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার। গত ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিং শেষে বন্ধ হয়েছে ক্যামেরা। আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তি পেতে যাচ্ছে স্ফুলিঙ্গ।