১৯শে মার্চ স্ফুলিঙ্গ মুক্তি পাবে না শুনে আশাহত হয়েছিলেন অনেকেই। তাদের জন্য স্বস্তির সংবাদ, নিজের পরিচালিত সপ্তম সিনেমাটি মুক্তি দেয়ার জন্য স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তৌকীর আহমেদ...

অনিবার্য কারণবশত পিছিয়ে গিয়েছিল তৌকীর আহমেদের নতুন সিনেমা স্ফুলিঙ্গ'র মুক্তি। ১৯শে মার্চ মুক্তির কথা থাকলেও, দু'দিন আগে জানানো হয়, এই তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। দুই বছরেরও বেশি সময় পরে নিজেত পরিচালিত সিনেমা নিয়ে ফিরছিলেন তৌকীর, সেই ফেরাটা বাধাগ্রস্ত হয়েছিল সেযাত্রায়। তবে বাধার মেয়াদ দাঁড়ালো মাত্র এক সপ্তাহ, স্বাধীনতা দিবসে ২৬ মার্চ মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে এই তথ্য। 

প্রথমে কথা ছিল, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে স্ফুলিঙ্গ'র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এর একদিন পরে, অর্থাৎ ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্ত আচমকাই পরিচালক তৌকীর আহমেদ জানিয়েছিলেন, নির্ধারিত দিনে স্ফুলিঙ্গ মুক্তি পাবে না। সিনেমার রিলিজ ডেট পেছানোর সুনির্দিষ্ট কোন কারণ জানাননি তিনি, কবে স্ফুলিঙ্গ মুক্তি পাবে সেটাও জানাননি তখন। তবে বলেছিলেন, খুব দ্রুতই সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা করবেন। আর তাই সিনেমাটি মুক্তি দেয়ার জন্য স্বাধীনতা দিবসের দিনটিকেই বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ সিনেমার কোন দৃশ্য সেন্সরে কাটা পড়েনি। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার প্রশংসাও করেছেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত স্ফুলিঙ্গ সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। গত বছরের ১১ই ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার। স্ফুলিঙ্গ পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। 

স্ফুলিঙ্গ সিনেমার কেন্দ্রীয় চরিত্ররা

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এই ছবির মাধ্যমে দীর্ঘ তেরো বছর পর আবার তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। এর আগে তৌকীরের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে স্ফুলিঙ্গ'র ফার্স্ট লুক, অফিশিয়াল পোস্টার। রোমান্টিকধর্মী দুটো গান 'তোমার নামে' এবং 'বুঝি না' মুক্তির পর সাড়াও ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। আগামী ১লা মার্চ ইউটিউবে মুক্তি পাবে সিনেমার অফিসিয়াল ট্রেইলার। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশী সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে স্ফুলিঙ্গ। 

তৌকীর আহমেদ এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবিগুলো নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এর আগে তিনি একই পরিচালকের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন।


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা