সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ সিনেমার কোন দৃশ্য সেন্সরে কাটা পড়েনি। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার প্রশংসাও করেছেন...

তৌকীর আহমেদের পরিচালিত সপ্তম চলচ্চিত্রে 'স্ফুলিঙ্গ'। সিনেমা হলে এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৯শে মার্চ। তবে মুক্তির আগে আজ একটা সুসংবাদ পেলো স্ফুলিঙ্গ টিম, সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ সিনেমার কোন দৃশ্য সেন্সরে কাটা পড়েনি। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার প্রশংসাও করেছেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত স্ফুলিঙ্গ সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। স্ফুলিঙ্গ সিনেমার পরিবেশনার দায়িত্বে আছে 'দ্য অভি কথাচিত্র'। গত বছরের ১১ই ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার। 

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এই ছবির মাধ্যমে দীর্ঘ তেরো বছর পর আবার তৌকীরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মম। এর আগে তৌকীরের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

গত ১লা মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমার অফিসিয়াল ট্রেইলার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা প্রশংসা করেছেন ট্রেলারের। এর আগে ভালোবাসা দিবসে এসেছে রোমান্টিকধর্মী গান 'তোমার নামে'। সেটি সাড়াও ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। তারও আগে নানা সময়ে মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক এবং অফিশিয়াল পোস্টার। 

তৌকীর আহমেদ এর আগে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবিগুলো নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। এর আগে তিনি একই পরিচালকের ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন।

স্ফুলিঙ্গ সিনেমার ট্রেলার দেখার জন্য ক্লিক করুন এখানে-

স্ফুলিঙ্গ সিনেমার গান 'তোমার নামে' দেখতে ক্লিক করুন এখানে-


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা