
সুনীল গ্রোভার এবং কপিল শর্মাকে যে আরও একবার এক মঞ্চে দেখা যাবে, এমনটা প্রায় অকল্পনীয়ই ছিল। সেই অসম্ভবকে সম্ভব করতে এবার এগিয়ে এসেছেন সালমান খান, তার মধ্যস্থতায় নাকি পুরনো অনুষ্ঠানে আবার ফিরছেন সুনীল...
সাময়িক ভাবে সম্প্রচার বন্ধ থাকলেও কপিল শর্মা কমেডি শো সবসময়ই গল্পের জন্ম দিয়ে প্রচারের ভেতরই থাকে। তবে সুনীল গ্রোভারের প্রত্যাবর্তন যে এই শোর টিআরপি কে রকেটের মতো উপরে উঠাবে সেটি বলার অপেক্ষা রাখে না। কপিল শর্মা-তে অবশেষে ফিরছেন সুনীল গ্রোভার! এর আগেও এমন গুজব বেশ কয়েকবার ছড়ালেও এবারের ঘটনা অন্যরকম। কেন?কারণ অন্য যেকোনো বারের চেয়ে এবার ঘটনাসুত্র সুনীল গ্রোভারের ফিরে আসাই নিশ্চিত করে।
সুনীল গ্রোভার আর কপিল শর্মার মধ্যে এবার ঘটকালী করছেন সালমান খান! বলে রাখা ভালো, ভাইজান কপিল শর্মা শো-র প্রযোজক । ঠিক একই সময়, কপিল শর্মার মেকাপ আর্টিস্ট সুনিল গ্রোভারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। কিন্ত সালমান খানের মধ্যস্থতা আর মেকাপ আর্টিস্টের ছবি- দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না ভক্তরা! এর আগে ২০১৭ সালে বিবাদের জড়িয়েছিলেন সুনীল গ্রোভার আর কপিল শর্মা। তবে এবারের ফিরে আসা নিঃসন্দেহে এই শো-তে নতুন প্রাণের সঞ্চার করবে।

সব মিলিয়ে সংশ্লিষ্টরা চাইছেন যেন বিরতির পর সুনিল গ্রোভার শো-তে ফিরে আসেন। এছাড়াও বর্তমানে দ্য কপিল শর্মা শো সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারনে। দ্বিতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন কপিল শর্মা- এছাড়াও বেশ কিছু পরিবর্তন আসবে সনি টিভির এই কমেডি-টক শো তে। সবমিলিয়ে সবাই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন যেন দ্বিগুণ শক্তিতে নতুন করে আবার কপিল শর্মা শো শুরু হতে পারে!