রোমান্টিক মেলোডির সঙ্গে সফট রক ধাঁচের একটা চমৎকার মিশ্রণ ঘটেছে গানটায়। 'তোমার নামে' গানের কথাগুলোও আকর্ষণীয়, বাংলা সিনেমায় এমন ট্র‍্যাক ইদানিং কালেভদ্রেই পাওয়া যায়...

তৌকীর আহমেদের সিনেমার নিয়মিত দর্শক যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে একটা ব্যাপার সহজেই চোখে পড়ার কথা। গল্পের পাশাপাশি গানটাও কখনও কখনও খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে তার সিনেমায়। দারুচিনি দ্বীপের তিনটা গানের কথাই স্মরণ করা যায়, প্রতিটা গান শ্রুতিমধুর তো ছিলই, গল্পকে টেনে নেয়ার কাজও করেছে, যোগ করেছে বাড়তি মাত্রা। সেটা সেন্টমার্টিনে যাওয়ার স্বপ্নে বিভোর একদল তরুণ-তরুণীর কল্পনায় 'দূর দ্বীপবাসিনী' কিংবা 'মন চায়'- যেটাই হোক না কেন। অথবা ডলি জহুরের লিপে ফাহমিদা নবীর গাওয়া 'আমার মন কেমন করে'- সেই গানে আবেশ বা আবেদন, কোনোটাই তো আজও পুরনো হয়নি। 

সিনেমা হিসেবে ফাগুন হাওয়ায় বা হালদার সমালোচনা করার বেশ কিছু জায়গা আছে। কিন্ত ফাগুন হাওয়ায় সিনেমায় সুকণ্যা এবং পিন্টু ঘোষের গাওয়া 'তোমাকে চাই' গানটা এখনও ভীষণ প্রিয়। এমন চমৎকার মানের মেলোডিয়াস রোমান্টিক ট্র‍্যাক গত দুই তিন বছরের টাইমলাইনে বাংলা সিনেমা বা মিউজিক ইন্ডাস্ট্রি অন্তত শোনেনি। তোমাকে চাই- এর মতো আকর্ষণীয় না হলেও, হালদা সিনেমায় একই জুটির গাওয়া 'নোনা জল' গানটাও ভালো লেগেছিল। 

তোমার নামে গানের একটি দৃশ্যে শ্যামল মাওলা ও মম

তৌকীরের নতুন সিনেমা 'স্ফুলিঙ্গ', সেটার বিষয়বস্তুই একটা গানের দলকে নিয়ে। 'তোমার নামে' শিরোনামের একটা গানও রিলিজ পেয়েছে গতকাল। রোমান্টিক ঘরানার এই গানটা গেয়েছেন একগাদা গায়ক-গায়িকা মিলে। তৌকীরের আগের দুটো সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন পিন্টু ঘোষ, এবারও তিনিই আছেন। গানটা বেশ পছন্দ হয়েছে। রোমান্টিক মেলোডির সঙ্গে সফট রক ধাঁচের একটা চমৎকার মিশ্রণ ঘটেছে এখানটায়। গানের কথাগুলোও আকর্ষণীয়, বাংলা সিনেমায় এমন ট্র‍্যাক ইদানিং কালেভদ্রেই পাওয়া যায়। 

'তোমাকে চাই'য়ের জন্য পিন্টু ঘোষের প্রতি আলাদা একটা ভালোলাগা আছে। সেটায় বাড়তি একটু পারদ চড়ালো এই গান। সঙ্গীতায়োজনের পাশাপাশি গানের কথা এবং সুর দুটোই তার, তিনি এই গানে কণ্ঠও দিয়েছেন। মার্চে মুক্তি পেতে যাওয়া 'স্ফুলিঙ্গ' সিনেমা নিয়ে একটা সাক্ষাৎকারে তৌকীর বলেছিলেন, সিনেমার বিষয়বস্তুটাই গানের দল নিয়ে হওয়ায় এখানে গানের আধিক্য থাকবে। প্রথম গানটা চাহিদার শতভাগই পূর্ণ করেছে, ফেসবুকের সিনেমাভিত্তিক বাংলাদেশী বিভিন্ন গ্রুপেও আলোচনা হচ্ছে 'তোমার নামে' নিয়ে। দেখা যাক এবার, পরবর্তী গানগুলোতে স্ফুলিঙ্গ টিম কী কী চমক নিয়ে আসে... 

তোমার নামে গানটি দেখার জন্য ক্লিক করুন এই লিংকে-


শেয়ারঃ


এই বিভাগের আরও লেখা